মনে আমার শূন্যতা সৃষ্টির
মাঝেই যদি তুমি সার্থকতা খুঁজে পাও,
আমি না হয় নিজেকে শূন্য দিয়ে গুণ করছি।
কিন্তু অঙ্কটা তুমি বুঝতে পারছো কি?
ভেবে দেখেছো কি,
আমি তুমি হয়ে যাচ্ছি
কিংবা তুমি কিছুটা হলেও
আমি হয়ে যাচ্ছো?


বুঝতে পারলেনা তো?
দাঁড়াও,বুঝিয়ে দিচ্ছি।
আমার শূন্যতার জন্য তো তুমিই দায়ী;
নিজেকে যখন আমি শূন্য দিয়ে গুণ করছি
তখনতো আমি বস্তুত তোমাতে মিশে যাচ্ছি।
আর,তোমাতে আমি মিশলে তুমি মৌলিক রইলে কই?


হ্যাঁ,আমি 'এক' রইলাম না ঠিক-ই,
পুনশ্চঃ শূন্যতো আমি হতেই চাইছি।
কিন্তু তোমার মাঝে একটা 'এক আমি' মিশিয়ে তোমায় আমায় যে এক করে দিচ্ছি,
সে অঙ্কটা তুমি বুঝতে পারছো কি?


১৯/০৮/২০১৬