অনেকদিন ধরে শো-কজ নোটিশ এসেছে মনের ঠিকানায়,
তোমার নাকি অনেক প্রশ্ন;
যার আজ একটা ঠিক ঠিক জবাবদিহিতা চাই।


—“আচ্ছা,মানুষটা এতো রাগী চোখে তাকায় কেন,মুখটা এতো শক্ত না করে একটু হাসলেও তো পারে;আমায় একটু ভালোবাসলে এমন কি হয়ে যায়?”


দীর্ঘদিন এভাবে প্রেমের আইনি নোটিশের অসাংবিধানিক বরখেলাপ রীতিমতো প্রেমযন্ত্রের অবাধ্যতা;অগত্যা কারণসকল সবিনয়ে জানাই .....


রাগের চোখে তাকাই রাগী বলে না,বরং তুমি যাতে আমার চোখে বেশিক্ষণ না তাকাতে পারো তাই।
একটু ভালোবাসার চোখে তাকালেই তো তুমি আবার আমার প্রেমের আগুনে পুড়ে মরবে;অতোটা নির্দয় আমার হৃদয় দুঃস্বপ্নেও নয়।


মুখটাকে শক্ত করে রাখি হাসতে জানিনা বলে নয়;
পাছে তুমি মুখে আমার প্রেমের ছায়া দেখতে পাও,
এই ভয় হয়।
আমার একটু হাসিমুখ আবার তোমার নাকি ঘুম হারামের কারণ,তখন তো আবার আমি নিজেই পড়বো দুঃশ্চিন্তায়।
এমনিতেই কত-শত চিন্তা,
চাই না বাপু আর মিছামিছি দুঃশ্চিন্তা।


ভালোবাসিনা ভালোবাসতে জানিনা বলে নয়,
আমার একটু ভালোবাসা পেলেই তো তুমি আবার আমায় ছাড়া বাঁচতে পারবে না।
যদি আমি চলে যাই কিংবা ভালোবাসা উড়ে চলে যায় আমার জ্বলন্ত দেহের কালো ধোঁয়া হয়ে,
কি নিয়ে বাঁচবে তুমি?
আজ তবে আমারও একটা ঠিক ঠিক জবাবদিহিতা চাই।