সকাল আমার শুরু হলো
পথে ও পথে হাঁটি,
প্রথম যেটা ভাগ্যে জোটে
সেটাই মোর খাটি।


রমরমা এ খরার দিনে
হেঁটে ই শুধু যাই,
কেও দিলে গো একটু খাবার
পেট পুড়ে তা খাই।


জীবন চলে দিনে দিনে
মানুষের-ই দুয়ারে,
ভাগ্য তে মোর সুখ লেখা নাই
এই দুঃখ এলো রে।


কি খুঁজিব এই জীবনে
যন্ত্রনা এ জীবন,
আমার ভাগ্যে কিছু জোটে না
বয়ে যায় শুধু শ্রাবণ।