অসুন্দর এর বেলায় ও তুমি
সুন্দর কে হার মানাও,
মায়া ভরা ওই মুখেতে
প্রায় মানুষেরই দৃষ্টি হারাও।


নীল শাড়ি টা কে দিয়েছে?
এনেছ হাস্য উজ্জ্বল মুখ,
পরতে শাড়ি বড্ড ভারি
আনলে একি সুখ!  


ব্যথার জোয়ার বয়ে চলেছে
তোমার দেখার নাই,
বন্ধু তুমি অন্যের পথিক
কোনো রকম আছি তাই।


সেই হাসিটা কোথায় রাখো
বলো ওগো শুনি,
আমায় তুমি পর করিলে
অন্য কে আছে দামী?


থাক না সে টুক যে টুক গেছে
সয়ে নিতে পারতে,
সত্যি ভালোবাসায় থাকলে
অমর হয়ে থাকতে।