চলো মাঝি যাব তোমারে নিয়ে
দূর কোনো আকাশ নদীর মাঝে।


যা যা নেওয়ার দরকার, নাও গুছিয়ে।


এনেছিলাম সাথে আমি
কিছু খাবারের সমাহার,
তুমি বরং নৌকা বেধে
আমার সাথে চলো কিছু সময়কার।


চলো ফাঁকা মাঠের ওই
বট তলায় যাই,
খানেক বসে খাবার খেয়ে
বট তলায় নি বিশ্রাম এ ঠাই।


বিশ্রাম এর সময় ফুড়ালো
চলো এবার গন্তব্যে যাই।


গল্প করতে করতে তুমি আমি
যাব সেখানে যেখানে আছে,
চারদিকে শুধু আকাশ পানি।