ভাত নেই তো, ঘরে কিছু আছে?
একটু খেয়েই কাজে যেতাম!
সারাদিন কাজ করতে হয়!
দুপুরে আসি তো ভাত খেতে, কিন্তু
আসতে আর খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়।
আমার তো একটা জীবন আছে!
না খেয়ে কি করে কাজ করব বলো দেখিনি।
অনেকটা খুদা লেগেছে, কি খাই এখন?
কিছুই তো বলতেছো না। তাহলে কি না খেয়েই আজ
চলে যাব? ঠিকাছে আমি তাই যাচ্ছি। কিছু বলবা না
তো। তাই চলে যাচ্ছি খুদায় ভরা খালি পেট নিয়ে কাজ করতে।
দোকান থেকে কিছু বাকি খেয়ে নিব।
তোমার চিন্তা করতে হবেনা মা। আমি জানি যে তুমি
কেনো কথা বলছ না চুপ করে আছ! তুমি চিন্তা করো না,
আমি কাজ করে অনেক বাজার করে নিয়ে আসব।
অনেক কিছু কিনে নিয়ে আসব। আর তা দিয়ে,
অনেক দিন চলে যাবে। আর তার ভিতরেই আমি আবারও কাজ করে টাকা গুছিয়ে নিব।
খাবার ফুরিয়ে গেলে খাবো কি.? তাই তো এই সকল কষ্ট করা, এই সকল চিন্তা করা।
তুমি ভেবনা, আমি ঠিক ঠাক মত কাজ করতে পারি। আমার কোনো সমস্যা হয় না।
তুমি জানো আবার মন খারাপ করো না। আমি তো তোমার ই ছেলে।
আমি তোমাকে রোজগার করে খাওয়াবো না তো কে খাওয়াবে।
আমি যে তোমাকে অনেকটা ভালোবাসি। সকলের থেকে তুমিই আমার বেশি প্রিয়।
কত কষ্ট করে আমাদের কে তুমি মানুষ করেছো। এই টুকু বড় করে তুলেছ।
আমি তা ভুলিনি। আমার সব মনে আছে। তোমার হওয়া কষ্টগুলো আমি এখন বুঝি।
এখন অনুভব করতে পারি। তুমি আমাকে কত আদর, যত্ন,মমতা,স্নেহ দিয়ে দিন দিন
বড় করে তুলেছ। এগুলো কখনোই ভোলার নয়। আমি দেখো একদিন অনেক বড় হব,
অনেক টাকা পয়সার মালিক হব। তখন তোমাকে আর চিন্তা করতে হবেনা,
না খেয়ে থাকতে হবেনা আমাদের। অন্যের গোলামি ও করতে হবেনা আমাকে।
আমি হব সফল মানুষ সেদিন। তখন তোমার কোলে মাথা রেখে বলব, দেখো মা,
আমি পেরেছি। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। বাস্তবে তা রূপ দিয়েছি।
আমি বলব এগুলো সব তোমারই দোয়া আর ভালোবাসায় সৃষ্টি হয়েছে।
তুমিই এ সব কিছুর জন্য আমাকে সর্বদা সাপোর্ট করেছো।
আমি তোমাকে ভালোবাসি। আর অনেকটাই ভালোবাসি......মা   ।