কত দিনের আশা
স্বপ্নের সে পদ্মা,
করিবে গঠন কবে
এই মোদের চিন্তার বাসা।


দেখতে দেখতে হইল দিন
কাটিল মাস বছর,
কত সূর্য উঠিল ডুবিল
কত হইলো ভোর।


এই স্বপ্ন স্বপ্ন নয়
হলো বাস্তব এক রূপ,
কাংখিত সেই আশার আলো
দেখিলো সকলে খুব।


হয়েছে পদ্মা স্বপ্নের সেতু
সকল মানুষের খুশি,
দিন মাস বছর পরে
এখন হলো তার মাত্রা বেশি।


যানজট আর সময় অপচয়
করছে না আর কেও,
স্বপ্নের পদ্মায় চড়ে মানুষ
সেকেন্ড পাড়ি দিচ্ছে হাজারও ঢেউ।


দিন রাত এক করে
আর করি না কষ্ট,
আমরা এখন সহজ হয়েছি
দাঁড়িয়ে পদ্মা স্পষ্ট।


ঝিম ঝিমিয়ে আর চলা নেই
নেই অবসর সময়,
নেই কোনো অস্থিরতা
শান্তির সেতু তে হয়েছে
সকলেরই জয়।