সুখের সময় কি ছিলাম রে
দুঃখের সময় কেহ নাই,
কারাগারে বন্দি আমি
সুখের গুনো গান এখনো গাই।


ছিলাম কতো হাসিখুশি
আড্ডা গানে পাশাপাশি,
একটু ভুলে হারালাম সব
দেখা পাই না নগর বাঁশির।


জীবন হলো অন্ধকারের ঘর।
কবে ঘুচবে এ দিন?
মুক্ত আকাশে চোখ দুটো কবে মেলবো?
আর তো পারি না,
কবে মোর আশা গুলো মেটাবো।


কারাগার থেকে পাবো মুক্তি
হবে সবার সাথেও চুক্তি।
শুরু হবে আমার যুক্তি
আনন্দ-তে উঠবো মেতে,
মানবে না যে কোনো বারন্তি।