মনের রঙ এ রাঙিয়েছ
দেই নি তোমায় বাঁধা।
ফুলের সুভাষ অনেক পেয়েছ
চুপটি থেকেছি একা।
করিনি কখনও পর
দেই নি দূরে ঠেলে,
শুধু ভালো বেসেছি তোমায়
মনের-ই গহীনে।


প্রাণ ঢালা আনন্দ নিয়ে
আগলে রেখেছি তোমায়,
সতত বিশ্বাস কাঁধে চেপে
আপন করেছি আমায়।
ভাবিনি পর করবে।
ভাবিনি জীবন সাথী,
অন্য কাউকে সহজে করবে।


তুমি বেইমান ছলনাময়ী
অভিনয়ে র সেরা আয়নাবাঁজি।
তোমাকে ঘিরে দেখেছি কত স্বপ্ন
আনন্দে উচ্ছ্বাসে দিয়েছি সমতল্ল।


কার ঘরেতে এখন?কার পাশে শুয়ে?
মনে পড়ে আমাকে?কষ্ট হয় তোমার?
চাইলেও আর পাবেনা আমাকে
হারিয়ে গেছি গহীন সমুদ্রে।


বুঝবে একদিন খুঁজবে আমায়
কোনদিন ও হবো না এক,
সেদিন বুঝবে,কেও একজন প্রচুর
ভালোবেসে ছিল তোমায়।কিন্তু,
তুমি সেটার মূল্য বোঝ নি।


খেলেছ আমাকে নিয়ে তুমি
দুলিয়েছ তোমার হাতের আঙুল এর সাহায্যে।
আমি তোমার পাগল ছিলাম।তাই তোমাকে ধরতে পারিনি।


ওই মায়াবী মুখে তোমার
ছিল কত মায়া,
চেয়েছিলাম বাঁচাতে ও বাঁচতে
কিন্তু দিলে না সে সময়।
ঠকেছ তুমি,নিজের ইচ্ছা পূরনে
দিয়েছ অন্যকে মন,
আমার কথা ভাব নি,আমাকে মনে কর নি।
আমাকে ফিরিয়ে দিয়েছ তুমি।
যেখান থেকে কেও কখনো উঠে আসতে পারবে না,
নিজের সৃতি কে মুছে ফেলতে পারবে না।😞😞


ফেলে দিয়েছ অন্ধকার জগতে,
যেখানে সফলতার কোন ছোঁয়া নেই।
জানিনা কোথায় কিভাবে এখন আছ তুমি।
তবে আমার লেখা এই কবিতা,ছন্দ,গান তোমার চোখে ও কানে একদিন নিশ্চয়ই পৌঁছাবে।কেঁপে উঠবে তোমার বুক।হুঁ হুঁ করে কাঁদবে তুমি।
নিজের অজান্তেই চোখে জল চলে আসবে তোমার।
যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তো।


উপকারের অপকার ওই লোক টাই গ্রহণ করে,
যে কি না উপকার প্রশ্রয় দেয়।
সত্য ভালোবাসায় সেই ধোঁকা খায়,
যে কিনা প্রথম Love করে।


পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ
কিন্তু মানুষের কর্ম গুলো শ্রেষ্ঠ না।
মানুষ নামের ধোঁকাবাজ প্রাণী আমরা
যেখানে ভালো,দুর্বল,সরল মনের মানুষদের বিশ্বাস করিয়ে,
মিথ্যে ভালোবাসা দেখিয়ে, একটা ধোঁকার সার্টিফিকেট ধরিয়ে দেয়।
জেটি পরবর্তীতে কখনোই কাজে লাগে না বরং ধোঁকা থেকে,
ধোঁয়ার দুনিয়ায় নিয়ে যায়।


ভাল থাকুক ভালোবাসার সর্বপ্রথম মানুষগুলো।যাদের কে এখনো দেখলে বুকটা কেঁপে ওঠে। হাসি বন্ধ হয়ে যায় ওই মুখের দিকে তাকিয়ে।কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়।নিয়তি জেনো কখনো আর তাকে না দেখায়।তাকে জেনো তার সামনে না দেখা করায়।হয়ত অন্য কোনো স্বপ্নের জগতে ভেসে আছে, সব ভুলে সে।


বিদায়___😥😥