আমার দাদা,মিষ্টার হাদা
গল্প জানেন বেশি
গল্প শুনতে ,মনটা ভরতে
দাদার কাছে আসি।
দাদা বলেন শোন,কথা নয় কোন
এই হলো শর্ত
গল্প শুন্তে আজি,শর্তে হলাম রাজি
গল্পে হলাম মত্ত।
এক ছিল রাজা,খাইত সবি তাজা
আস্ত একটা রুই
বললাম আমি হায়,এমনে যে খায়
রাক্ষস তারে কই।
শর্ত গেছ ভুলে,গল্প গেল চলে
গল্প বলব আর
ভুল হয়ছে দাদা,আমিই হাদা
গল্প বল আবার ।
.
.
.
.
03.12.2005
নাগেশ্বরী,কুড়িগ্রাম