মাগো আমার মা,
তুমি লক্ষী সোনা।
তোমার সাথে অন্য কারোর,
হয়না তুলনা।


আজো আমার মনে পড়ে,
ছেলেবেলার কথা।
সবসময় তুমিই মা,
আগলে রাখতা।


আদর দিয়ে সোহাগ দিয়ে,
করেছো অনেক বড়।
রাখবোই মান তোমার মা-গো,
শুধু একটু আশির্বাদ করো।


সবচেয়ে বেশি ভালোলাগে,
তোমার মুখের হাসি।
সবথেকে মা তোমাকে,
বেশি ভালোবাসি।


মাগো তুমি আমার জীবনে,
একটি মহাসাগর।
সারাজীবন এভাবেই আমি,
পায় যেন তোমার আদর।