এ যেন এক কানামাছি খেলা
সন্ধ্যার ধুপছায়ায় হাতরে ফেরা ডাহুকের আবাস ।
তুমার প্রণয়ের তরুলতার সাথে
আমার পরিণয় ঘটে
প্রস্তর যুগের প্রারম্ভেই
সেই আদিকালের অগ্নির মতই
তুমি ছিলে আমার কাছে রহস্যাবৃতা ॥
অচিন্তিনিয় এক বিলাসিতা
যাকে পুষতে হয় পরম কুমলতায় ॥

মুক্ত বলাকার ন্যায় উড়েছিলাম আনন্দকাশে ।
কথা হতো, হাসি হতো,
হতো কিছু না পাওয়ার অভিমাণ ।
যুগান্তরের পরিচয়ের পড়েও
দুজন ছিলেম ঐ দূর নক্ষত্রের আলো
পরস্পরকে কল্পনাই শুধু দেখতাম
মনের আরশীতে ॥

প্রণয়ের বোল বিনিময় হয়নি আজও,
হয়নি কভূ ঐ দুর সীমানায় হাটা
দখিনা বাতাসে হাতে হাত রেখে
হাটা হয়নি কভূ ।

আজও কথা হয় হাসি হয়
হয় কিছু অভিমান
কিন্তু সবই অন্য জগতের
নেই বাস্তবতার টান ।