তরুণ মোরা উচ্ছল একটু ,খুশি সারা বেলা
ভাঙতে পারি পাহাড় বাধা নির্ভয়ে একেলা ।
তাজা মনের সুপ্ত আশা ফুটিয়ে তুলি ফুলে
সমাজটাকে বদলাতে চাই অশিক্ষাটাকে তুলে
হস্ত পদের শৃঙ্খলটাকে ফেলে আস্তা কুড়ে
পৃথিবীটা গড়তে চাই ভ্রাত্বিতের ই ঢুড়ে ।


রোগীর পাশে দাড়াতে চাই আপনজন হয়ে
পিছু হটার লোক নই মোরা, শত বাধা ভয়ে ।
বিপন্নেরা সদা যেন মোদের পাশে পায়
ভূখানাঙা মানুষ সব তুলব মোদের নায় ।
পাছে লোকে বলবে কি শুনব না তো মানা
অন্যায়ের গর্তে যম হয়ে দিব মোরা হানা ।


চারিদিকে শত বাধা ধরতে চাইবে ঘিরে
ঝড়ঝঞ্চা আসবে অনেক শক্ত মনের নীড়ে ।
পথ ভোলাতে চাইবে মোদের দুষ্ট লোকের দল
কেড়ে নিতে চাইবে সবাই অদম্য মনের বল ।
কিন্তু মোরা তরুণ সবাই, তাজা মোদের প্রাণ
শত ব্যাথায় গাইতে পারি বিজয়ের ই গান ।


দেশ ও দশের কল্যাণেতে সদা করব কাজ
নন্দলালরা মোদের দেখে পায় যেনগো লাজ ।
শপথ করি চলো সবাই হাতে রেখে হাত
অন্ন হীনরে তুলে দিব প্রাণসরুপ ভাত ।
মোদের দেখে আল্যসটা পায় যেনগো ভয়
যুগে যুগে মহাযুগে তারুণ্যেরই জয় ।