উদাশ চোখ দুটি
কি যেন খুঁজে বেরায়
স্টেশনের চত্বরে জনতার ভীরে
উৎসুক পল্লব ঝরে পরে
দুঃখ নিয়ে বুকে
তর্জনী কপালে ঠেকায়ে
চেয়ে দেখে সূর্যের হাহাকার
যেখানে নেই কোন প্রাণ ।
চোখের ভাষায়
অস্পষ্ট কথা নিয়ে
তপ্ত পিচডালা পথে হেটে বেড়াই ।
এলোমেলো কেশবিন্যাস
ডান হাতের কব্জিতে
গোটাকয় লাল সূতা ।
দৃষ্টি সম্মুখে রেখে হাতরে ফিরি
মহাকাশের ধুলো কনার মত
বুকে বিধে কি যেন ।
কি যেন কষ্ট হয়
বুকের বাম পাশটায় .