ইংরেজিতে ছাপবে, বিয়ের দাওয়াত পত্র
বাংলায় ছাপলে, একদমই মান থাকে না
একুশের রাতে যাবে, ফুলের তোড়া নিয়ে যাও
নইলে, বাঙ্গালী পরিচয়ের প্রাণ থাকে না


পহেলা বৈশাখে, তুমি রাখবে পান্তা ইলিশ
কালচারটা বাঙ্গালীর, নয় অন্য কারো
কি বললে, পুরাতন ধ্যান ধারণা, রঙ্গের পালিশ
বলছি র্থাটি ফাস্ট নাইট. ওসব ছাড়ো।


ইংরেজী প্রচলনে, জীবন চলছে সবার
ভাল বলেছেন, ঠিক তাই, জানি নে আবার
হ্যালো; ভাই প্লিজ, কিপ প্লেস মাই অর্ডার
কুইক চাইছি, র্থ্রাটি মিনিট, ইজ দ্যা বর্ডার।


বলি রবীন্দ্র নাথ কিছু দিয়ে গেছেন তাই
পুরো কালচারটা, একেবারে পাতায় পাতায়
ইংরেজী র সাথে আজ আমরা করছি লড়াই
উপলব্ধি করি, মেনে চলছি তা' জীবন খাতায়


এই হচ্ছে প্রতিদিন বাঙ্গালীর সমাচার
বাংলা ভাষা ব্যবহার করছেন সার্বজনীন
সংস্কৃতির উপাখ্যানে, বলছেন কালচার
গুড মরর্নিং জানিয়েই শুরু করছেন দিন।