চলো পালিয়ে যাই, কোন নির্জনে
হারিয়ে যাই অর্জনে
চলো চলে যাই, ঐ দূর প্রান্তে
অহন সহন বিহনে
সব তাপা নল থেকে অনেক দূরে
নির্জনে নীরব নির্বাসনে
তব শান্তির কোন পথ প্রান্তে
চলো, চলে যাই দূরে
অজানা দিগন্তে, হারিয়ে তাই
যদি শান্তি খুঁজে পাই
কোন নদীর কূলে বসে থাকি
যার স্রোত জানা নাই
রঙ্গিন স্বপ্নের দিগন্ত সাজাই
আর কিছু,
যেখানে কোন চাওয়া পাওয়া নাই।