ভাবতে পারছ না, কার সাথে পরিচয় হলো?
চুপ মেরে আছো কেন?
বলছি ক? বিশ্বাস হচ্ছে না
দ্বিতীয় জীবন নিয়ে ভালো আছি আমি
দুঃখ তাই আমাকে আর ছুবে না।
আমার জন্য দুঃক্ষিত হইয়ো না
আমি,
কারো কোন সহানুভূতি চাই না
আমার অসুস্থতার কথা বলি
এ বছর জানুয়ারি মাসে
খুলনা মামাবাড়ি, সেখানে বেড়াতে
সকালে উঠে,
বাম হাতের আঙ্গুল আর নাড়াতে পারি না।
ঢাকায় বিখ্যাত নিউরো সার্জনের দেখা
সাথে অরথোপ্যাডিক,
ঘারের নারভের সমস্যা
ততক্ষনে আরো দুইটা আঙ্গুল সহ পাঁচটি
নড়াচড়া বন্ধ গেল।
ঠিক করি, কলকাতা যাবো
ভাই আর ছেলেকে সাথে নিয়ে
সেখানে নিউরো সায়েন্স মেডিকেল
ব্রেইনের এম,আর,আই কত কিছু।
জানলাম ঘুমেই ষ্ট্রোক হয়েছে চারটা
ঢাকায় ফিরে, থেরাপি নিতে থাকলাম
এখন কিছুটা সচল,
অসুবিধা এখনো আছে বিস্তর
এই তো আমি,
কি, কবিতা লিখবে আমার জন্য?
আমার বেঁচে থাকা, আজ মিরাকল।