মাঝি আছস কেমন? ভালা আছি, ভাই
কেমন ভালা? বাঁইচা আছি তাই
নৌকা বাই, খাই দাই
আর মনের সুখে, ভাটিয়ালি গাই
তোর গান কে শুনে?
যাত্রীরা বলে গাও, তাই গাই
সবাই ত' আমরা, এক গেরামের
মনে করি সকলেই ভাই
ভালা-ভালা, মাঝি আকাশ ত' কালা
এমন কালা, বায় বাতাসের ডর
সাথে পোয়াতি, নতুন বিয়া করা বউ
মনের মধ্যে ডর
ভাই জান ডরাইয়েন না, এমন হয়
আর আছে অল্প পথ, পাইয়েন না ভয়
বাবায় ধরাইয়া দিছে লগ্গি-বইঠা
জানি, কেমনে করুম পার
যতই আসুক বায় বাতাস আর ঝড়
নৌকা আমি করমু পাড়
তোর মনে, ডর নাইরে মাঝি
তুই পাঁকা সাতার জানস
ভয় তো আমাগো, কি হবে ক?
ডুবলে নৌকা তারপর
গহীন পানি, লগ্গি ঠাই নাই
সাঁতার না জানলে, উপায় নাই
নৌকা মজবুত, কিন্তু, বাতাসে দুলে
নড়াচড়া না, কোন ভুল, খোদা ভরসা
কবে কখন, কারে নিবো তুলে
আমার কি চিন্তা, গাঙ্গ সাঁতরাই
আপনেগো চিন্তাই, জানে পানি নাই।