আদম কহিল হাওয়া, কোথাও হবে না যাওয়া
বারণ যাবে না খাওয়া, ঐ গাছের ফল গন্দম।
হাওয়া বলে ছলেবলে, টেনে নিয়ে বাহুবলে
ভালোবাসার কলরবে, তুমি কি! নরাধম?
বেহেস্তে এত খাওয়া দাওয়া, না চাইতে সব পাওয়া
আর কি চাই হাওয়া? সুখে আছি হরদম।
শুধু তুমি আমি থাকি, সারাদিন বসে থাকি
চোখে চোখে চেয়ে থাকি, হাঁপিয়ে পড়েছি একদম।
তবে বোলো কি করা? খেয়ে যদি পড়ি ধরা
তারপর এই গাছে চড়া, মনে লাগছে ভয় হরদম।
তবে, কি আর করা বোলো, বেহেস্ত ছেড়ে চলো
দুনিয়া কত ভালো? বুঝছে এখন সব নরাধম।
এই সেই পুরুষ জাতি, সদা দুর্বল যদি থাকে সাথী
অবশ্যই নারী জাতি, বিপদে তাই হরদম।
তারপরও উপায় নাই, সংসারে ছায়া চাই
গন্দম ছাড়ি নাই, সকল দুর্বল অধম।