বাবুর পাখি
---রেজাউল রেজা---
================
গাছের ডালে উঠল বাবু
পাড়ল পাখির ছানা,
এত সুন্দর হয় যে পাখি
ছিল না তার জানা।


যতন করে লোহার খাঁচায়
রাখল প্রিয় পাখি,
দিনে রাতে পাখি দেখে
জুড়ায় বাবুর আঁখি।


পাখির তরে বনে বনে
ফড়িং খোঁজে বাবু,
প্রয়োজনে বনের মাঝে
টানায় থাকার তাবু।


বাবু এখন হাসি খুশি
থাকে সারা বেলা,
মনের সুখে পাখির সাথে
করে বাবু খেলা।।
_____________________
লেখা-২৭/০৭/১৮
....
ছড়াটি যেসব পত্রিকায় প্রকাশ হয়েছে-
★দৈনিক আলো-২৭/০৭/১৮
★অনাবিল সংবাদ-২৭/০৭/১৮
★দৈনিক কাজিরবাজার-২৮/০৭/১৮
★সাপ্তাহিক চরকা-২৯/০৭/১৮
★জাতীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের সংবাদ-০৪/০৮/১৮