বাংলার রূপ
---রেজাউল রেজা---
____________________
স্বাধীন বাংলায় দোয়েল নাচে
শাপলা ভাসে বিলে,
লাল সবুজটি উড়ছে দেখো
ঐ আকাশের নীলে।


বক-শালিকে করছে খেলা
আধো শুকনা ঝিলে,
ছোঁবল মেরে মাছরাঙারা
মাছকে খাচ্ছে গিলে।


কলসী কাখে বধুর দলে
পানি আনতে যায়,
ঘুঙুর ঘুঙুর নূপুর বাজে
তাদের দুটো পায়।


গাঙের বুকে নাইয়ার দলে
ভাওয়াইয়া গান গায়,
গানের তালে মনের সুখে
নৌকা বাইয়া যায়।


বিশ্ব মুনিব আল্লাহ তা'লার
নিপুন হাতে গড়া,
রূপে-গুণে,ফুল-ফসলে
সর্ব গুণে ভরা।।
_____________
27 March,2018
কবিতাটি দৈনিক "যুগের আলো" পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশ হয় ০৮ এপ্রিল,২০১৮ তারিখে।