ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়
→→রেজাউল রেজা←←
________________________
কেউ হাসছে কেউ কাঁদছে
রেজাল্ট হয়েছে আজ,
কারো চোখে দুঃখের পানি
কেউ করছে নাচ।


মিষ্টি হাতে ভাসছে কেউ
মহা খুশির ভেলায়,
কেউবা আবার কাঁদছে বসে
একলা গাছের তলায়।


ভালো রেজাল্ট করেছ যারা
অভিনন্দন তাদের,
সমবেদনা তাদের জানাই
খারাপ হয়েছে যাদের।


ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়
আবার ঘুরে দাঁড়াও,
সামনের বার দেখিয়ে দিতে
মনোবল বাড়াও।


দুঃখের পরেই সুখ আসে
সর্বজনে কয়,
ব্যর্থতাকে শক্তি বানাও
তোমারও হবে জয়।
___________________
লেখা-০৬ মার্চ,২০১৮ ইং
♦♦♦কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয়-০৯ মে,২০১৮ তারিখ,বুধবার।।