মানুষগুলো আজ কেমন জানি হয়ে গেছে!
সবাই অধিকার হরণের খেলায় মত্ত,
জোর যার মুল্লুক তার এই নীতিতে
চলছে জগতের কারবার যত।
আবার কলমের খোঁচায় অন্যের সম্পদ
নিজের করে নিয়ে করছে ভোগ,
কেউবা চুরি,ডাকাতি,দুর্নীতিতে মত্ত
কেউ ঠকাচ্ছে,দিয়ে নানা ধরনের টোপ।
"অন্যের হক নষ্ট করে ভাল থাকা যায়না"
এই ভাবনাটার আজ হয়েছে মরণ,
হয়তবা তারা সাবধান হয়ে যেত-
যদি পড়ে দেখত নিচের চার চরণ।
"যদি তুমি কেড়ে নাও
কারো মুখের গ্রাস
জেনে রেখো ধেয়ে
আসছে
তোমার সর্বনাশ"