ভালো থেকো মা
----রেজাউল রেজা----
.....................................
জন্ম দিয়ে মাগো আমায়
দেখালে ভবের মুখ,
তুমি আমার স্বর্গ মাগো
তুমিই আমার সুখ।


এই ভবেতে তোমার মত
হয়না কেহ আপন,
তুমি নাই ভাবতে গেলে
বুকে ধরে কাঁপন।


তুমি বিনে মাগো আমি
বড়ই একলা একা,
তোমার সাথে হয় যেন মা
দ্যুলোক মাঝে দেখা।


মাগো তুমি হারিয়ে গেলে
হাজার তারার ভিড়ে,
ভালো থেকো সুখে থেকো
তোমার আপন নীড়ে।


আল্লাহ তা'লার কাছে আমি
এই ফরিয়াদ করি,
মাকে অনেক সুখে রেখো
বানিয়ে স্বর্গ পরী।
_____________________
লেখা-২১ এপ্রিল,২০১৮
নামকরণ-জেসমিন জয়া।
★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয় ১০/০৫/২০১৮ ইং বৃহস্পতিবার।