২৫ শে মার্চ ঘুমন্ত বাঙালির
বিভৎস কালো রাত,
অপারেশন সার্চলাইটে হানাদার করলো
নিরীহ বাঙালিদের কুপোকাত।
পিশাচের রূপে নেমেছিল সেদিন
পাক কাপুরুষের দল,
নিয়ে এসেছিল সাথে করে তারা
মানুষ মারার কল।
মায়ের কোলের ছোট্র শিশুও
পায়নি সেদিন রক্ষা,
পাক জানোয়ার করেনি সেদিন
শিশু-বৃদ্ধ তোয়াক্কা।
সন্তানের সামনে মা-কে সেদিন
করেছিল ওরা ধর্ষণ,
মায়ের সামনে মানিকের বুকে
চালিয়েছিল গুলির বর্ষণ।
বাবার সামনে যুবতী মেয়ের
শ্লীলতা করেছিল হানি,
মার্চের কালো স্মৃতি আজও ঝরায়
বাঙালির চোখের পানি।
হৃদয় বিদারক এহেন কাজ
আল্লাহ করেননি সহ্য,
ধ্বংস করেছেন পাক সেনাদের
করেছেন তাদের অগ্রাহ্য।।
------------------------
লেখা-২৫মার্চ,২০১৮
★২৫মার্চ,২০১৮ তারিখে অনুষ্ঠিত প্রতিদিনের ছন্দ মিলকরণ প্রতিযোগীতায় এই কবিতাটি সেরা ১১টি কবিতার মধ্যে জায়গা করে নেয়।
আয়োজনে,আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ সংসদ।
★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক "যুগের আলো"পত্রিকায় প্রকাশ হয় ০১ এপ্রিল,২০১৮ তারিখে।