দিন বদলের হাওয়া
---রেজাউল রেজা---
--------------------------------
গাছ-গাছালী সেজেছে আজ
নতুন পাতায় পাতায়,
ফলের মুকুল ধরেছে দেখ
তাদের ডগার মাথায়।


বৃষ্টি হলো নতুন জীবন
নতুন দিনের ডাক,
মাটি পেলো প্রাণের পরশ
খরা হতবাক।


বৃষ্টিস্নানে ধুলি কণাদের
হয়ে গেল পতন,
স্বস্তি এলো মানব মনে
স্বর্গ লাভের মতন।


ইরি ধানের সবুজ মাঠে
সেচের হুড়োহুড়ি,
কুয়োর পানি তুলছে দেখ
কিষাণ বুড়োবুড়ি।


বসন্তের কালে এ যে
গ্রীষ্মের ছোঁয়া,
সব খানেতে বইছে এখন
দিন বদলের হাওয়া।।
____________
লেখা-২৮ মার্চ,২০১৮