দুর্বিষহ সড়কপথ
----রেজাউল রেজা----
=================
সড়ক দূর্ঘটনা এখন
হলো
নিত্যদিনের সমাচার,
টিভি খুললে একই খবর
শুনতে হয় বার বার।


বিভৎস সব মৃত্যু দেখে
কষ্ট লাগে খুব,
হতে হবে সচেতন
কেন আছ চুপ!


দূর্ঘটনায় যাচ্ছে মরে
কত শত মানুষ,
নিরাপদ সড়ক চাই
হওনা কেন হুশ?


অদক্ষ সব ড্রাইভার আর
ফিটনেস বিহীন গাড়ি,
আগে যাবার জন্য কত
করে পারাপারি।


আরও কত অনিয়ম
চলছে অহরহ,
সোচ্চার না হলে জীবন
হবে দুর্বিষহ।।
___________________
লেখা-০৬ মে,২০১৮ ইং
★★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক গণ আলো পত্রিকায় প্রকাশ হয় ১৬ মে,২০১৮ তারিখ,বুধবার।।
এই পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতা এটি।