গরীব ও পানতা ইলিশ
---রেজাউল রেজা---
_____________________
চারিদিকে বইছে এখন
নববর্ষের হাওয়া,
আকাশ ছোঁয়া দাম ইলিশের
তবুও যায়না পাওয়া।


বৈশাখ মাসের প্রথম দিনে
পানতা ইলিশ খাবে,
ধনী যারা কিনবে ইলিশ
গরীব কোথায় যাবে?


ছোট্ট খোকা গোঁ ধরেছে
পানতা ইলিশ খাবে,
মহা চিন্তায় গরীব বাবা
টাকা কোথায় পাবে?


ছেলের চাওয়া রাখার তরে
ব্যাকুল তাহার প্রাণ,
ঋণ করে সে কিনল তাই
ইলিশ এক খান।


পানতা ইলিশ নিয়ে এত
কেন বাড়াবাড়ি?
গরীব-দুখীর কথাও তো ভাই
একটু ভাবতে পারি!
_________________
লেখা-১২ এপ্রিল,২০১৮