ভালোবাসি বাংলা মায়ের
সবুজ-শ্যামল গাঁও,
নব বধূর নাইয়োর অাসা
পাল তোলা ঐ নাও।


ভালো লাগে ধান-কাউনে
ফসলে ভরা মাঠ,
ভালো লাগে লোকালয় আর
পণ্যে ভরা হাট।


ভালোবাসি খরের সনের
দোচালা কুঁড়েঘর,
ভালোবাসি নদীর বুকে
জমে ওঠা ঐ চর।


বাগ-বাগিচা,বিলে ভরা
গ্রাম যে লাগে বেশ!
সৌন্দর্য্যের লীলাভূমি এই
সোনার বাংলাদেশ।


_____________
লেখা-১৯মার্চ,২০১৮
♦♦♦কবিতাটি সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ প্রত্রিকার শিশুপাতা সপ্তডিঙায় প্রকাশ হয় ২৩।৫।২০১৮ বুধবার।