হৃদয় বাতায়নে ঠক্ ঠক্ আওয়াজ
---রেজাউল রেজা----
_______________________
ঘুমানোর অসম্ভব রকমের চেষ্টা করলাম,ঘুম কুমারীকে পোষ মানাতে চাইলাম কিন্তু কোনভাবেই তাকে বশে আনতে পারলাম না!
কেউ একজন হয়ত,ঘুমকুমারীর হাতে কিছু স্বর্ণমুদ্রা ধরিয়ে দিয়ে আমার সংস্পর্শে আসতে বারণ করেছে।
হয়তবা সেকারণেই,ঘুম কুমারী না এসে, সেই একজন বার বার আমার হৃদয় বাতায়নে ঠক্ ঠক্ আওয়াজ করছে।
তাঁর ঠকঠকানীতে আমি শোয়া থেকে উঠে বসলাম,ধীরে ধীরে প্রসারিত করে দিলাম বাতায়নের দুই ডানা।
সে লাল টুকটুকে শাড়ি আর হলুদ রঙের ওড়না জড়িয়ে,ডান হাতের তর্জনী কামড়ে ধরে দাঁড়িয়েই ছিল,
উস্কুখুস্কু আমায় দেখে ফিক্ করে নেশাভরা এক চিলতে হাসি দিয়ে দৌড়ে পালিয়ে গেল।
আমি চেয়েই রইলাম উদাস মনে, বাতায়নের গ্রিলের ফাঁক দিয়ে।।
_________________________