বাংলা কাব্যের হয়েছিল শুরু
ভুসুকুপা-কাহ্নপাদের দিয়ে,
রবী-নজরুল শত কবি তা,
নিয়ে এলো এগিয়ে।


কাব্য চাষী কৃষক দল
করছে চাষাবাদ,
সেই ফসলে পুষছে তারা
কাব্য পারাবাত।


কাব্য রসে ভাসবে জগৎ
আঁধার হবে দূর,
সবার মনে বাজবে তখন
কাব্যে গাঁথা সুর।


আন্তর্জাতিক স্বাধীন বাংলা
অাঁধার করে তল,
বিশ্বজুড়ে তুলবে গড়ে
কাব্য সেনার দল।
______________
লেখা-২১মার্চ,২০১৮