তিন দিনের শিশু ফেলে রেখে
যুদ্ধে গেলেন যিনি,
গুপ্তচরের কাজ করতে গিয়ে
ধরা পড়লেন তিনি।
বাঙ্কারে নিয়ে শ্লীলতাহানি
করল পাক বাহিনী,
তারপরও পিছু হটেননি
কাঁকন সোনামনি।
ইজ্জত-সম্ভ্রম সব হারিয়েও
ভেঙে পড়েননি,
তপ্ত লোহার ছ্যাক খেয়েও
যুদ্ধ ছাড়েননি।
মৃত ভেবে ফেলে দিল
পাক হায়েনার দল,
মৃত্যু থেকে ফেরার পরে
বেড়ে গেল তাঁর বল।
যুদ্ধকলা শিখতে গেলেন
বাংলা বাজারে,
তারপরে তিনি অংশ নিলেন
সম্মুখ সমরে।
বাংলা মায়ের গর্ব তিনি
কাঁকন বিবি নাম,
বীর প্রতীক উপাধী দিয়ে
দেশ দিল সম্মান।
তাঁর কথা আজ বলতে গিয়ে
চোখে আসল পানি,
আজ-ই পরপারে পাড়ি দিল
কাঁকন সোনামনি।।
______________________
প্রয়াত মুক্তিযোদ্ধা,বীরপ্রতীক কাঁকন বিবি স্মরণে।
২২মার্চ,২০১৮
★কবিতাটি সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশ হয় ২৫ মার্চ,২০১৮ তারিখ (রবিবার)।
★দ্বিতীয় বার প্রকাশ হয় দৈনিক যুগের আলো পত্রিকায় ২৯ মার্চ,২০১৮ ।।