দেশ দখলের মোহে তারা
বাঁধে সেদিন আটঘাট,
চালায় ওরা বাঙালীর উপর
অপারেশন সার্চলাইট।


২৫শে মার্চের ভয়াল রাতে
বাঙালীদের ধরে,
পাক বাহিনী করলো হত্যা
ঢুকে তাদের ঘরে।


পিশাচের রূপ নিয়ে তারা
করে খুন-হত্যা,ধর্ষণ
পাক জানোয়ার চালায় সেদিন
চালায় গুলির বর্ষণ।


মায়ের কোলের শিশুকেও
দেয়নি ওরা রেহাই,
নারী হারিয়েছে ইজ্জত তার
বোন হারিয়েছে ভাই।


ছেলে হারা মায়ের আহাজারি
আমি আজও শুনতে পাই,
কালো রাতের কথা ভাবলে আমি
বাক্ হারা হয়ে যাই।।
_________________
লেখা-১৬ মার্চ,২০১৮
★কবিতাটি "আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ পরিষদ" নামক অনলাইন গ্রুপে ছন্দ মিলকরণ প্রতিযোগীতায় সেরা কবিতার মর্যাদা লাভ করে ১৬ মার্চ,২০১৮ তারিখ।