কাঁদছে খুকি
----রেজাউল রেজা----
______________________
খুকি খেলত পুতুল খেলা
সারা বিকেল বেলায়,
মজা করে ভাসত তারা
কলা গাছের ভেলায়।


খাওয়ায় নাওয়ায় সবকিছুতেই
করত কাড়াকাড়ি,
একটুখানি অমিল হলেই
করত মারামারি।


জান-পরাণের সই যে পুতুল
বেড়ে ওঠা তার সনে,
তার সাথেকার হাজার স্মৃতি
ভাসছে খুকির মনে।


মনটা খুকির বেজায় খারাপ
কাল পুতুলের বিয়ে,
শহর থেকে বরাত এসে
যাবে তাকে নিয়ে।


পুতুল সখি চলে গেলে
খুকি হবে একা,
তাইতো খুকি কাঁদছে বসে
মুখটা করে বাঁকা।


কালকে পুতুল চলে যাবে
রাজার পালকি চড়ে,
একা সে কি করবে ভেবে
খুকি যাচ্ছে মরে।।
-
লেখা-২৯ মার্চ,২০১৮
★কবিতাটি সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ পত্রিকায় প্রকাশ হয় ১১ এপ্রিল,২০১৮ বুধবার।