খোকনের ফড়িং
---রেজাউল রেজা---
____________________
তিড়িং বিড়িং ফড়িং নাচে
সবুজ কচি ঘাসে,
তাইনা দেখে খোকন সোনা
খিলখিলিয়ে হাসে।


ফড়িং ধরার নেশায় খোকন
পিছু পিছু ছোটে,
অনেক ঘুরে তার কপালে
একটা ফড়িং জোটে।


ফড়িং লেজে সুতো বেঁধে
করছে খোকন খেলা,
হাসি খুশি কেটে গেল
খোকন সোনার বেলা।


মনে মনে ভাবছে খোকন
ফড়িং ধরে এনে,
সকাল দুপুর করবে খেলা
বন্ধু কয়েক জনে।


খুব সকালে দেখল খোকন
ফড়িং গেছে মরে,
তাইনা দেখে কাঁদছে খোকন
মুখ গোমড়া করে।
_____________________
লেখা-১০ এপ্রিল,২০১৮
★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ পরিষদের ছন্দ মিলকরণ প্রতিযোগীতায় সেরা তিন কবিতার মধ্যে স্থান পায় ১০ এপ্রিল,২০১৮ তারিখে।
★★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার শিশু পাতা অংকুর মেলায় প্রকাশ হয় ২৬/০৪/২০১৮ তারিখ,বৃহস্পতিবার।