খুঁজে ফিরি
--- রেজাউল রেজা----
_____________________
সেই যে সখি হারিয়ে গেল
আসল না তো ফিরে!
একলা অধম পড়ে আছি
আমার আপন নীড়ে।


জানিনা সে আছে কেমন
আছে কোনবা দেশে,
সখির খোঁজে ঘুরে বেড়াই
আমি পাগল বেশে।


চাতক পাখির মত আমি
পথ চেয়ে যে রই,
গাছের কাছে পাখির কাছে
সখির কথা কই।


মুক্ত পাখির ডানার দোলে
লিখি মনের কথা,
আসবে সখি কবে আবার
দূর করিবে ব্যথা।


কেউ যদি ভাই দেখিস তারে
আসতে বলিস ফিরে,
বেঁচে থাকা এই পাগলের
শুধুই তাকে ঘিরে।।
________________
লেখা-৩০ এপ্রিল,২০১৮
♦♦কবিতাটি অন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ সংসদ আয়োজিত প্রতিদিনের ছন্দমিলকরণ প্রতিযোগীতায় সেরা ১০ কবিতার মধ্যে স্থান পেয়েছে।।
♦♦কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয় ০৭ মে,২০১৮ তারিখ,সোমবার।