কিশোরীর দল
---রেজাউল রেজা---
-
রোদে ঝিলমিল হাসে খিলখিল
কিশোরী ওখানে ঐ,
সকাল সন্ধ্যে মাটির গন্ধে
মিলেছে সকল সই।


একে অপরের খোপা বাঁধছে
তেল দিচ্ছে কেউ,
মাঝে মাঝে শোনা যাচ্ছে
তাদের হাসির ঢেউ।


দলে দলে সব কিশোরী
জল আনতে যায়,
ঘুঙুর ঘুঙুর নূপুর বাজে
তাদের দুটি পায়।


কারো বিয়ে হলে গাঁয়ে
তারা সবাই যায়,
গলায় ওরা গলা মিলিয়ে
বিয়ের গীত গায়।


চঞ্চলা সব কিশোরীদের দেখে
গল্প করে লোকে,
ওরাই মোদের গাঁয়ের শোভা
ওদেরকে কে রোখে?
_________________
লেখা-৩১মার্চ,২০১৮