কবরের ডাক
---রেজাউল রেজা---
=================
খেল তামাশায় মত্ত তুমি
করছ নানান পাপ,
জগৎটাকে ভাবছ স্বর্গ
করছ যে লাফ-ঝাঁপ।


প্রতিদিনই বারে বারে
ডাকছে তোমায় কবর,
তুমি আছ ধরার প্রেমে
রাখছ না তার খবর।


পাপ করিলে সাজা থেকে
পাবে না তো মাফ,
আগুন পুড়বে দেহ তোমার
ছোঁবল মারবে সাপ।


দুনিয়াটা আখিরাতের
সওদা কেনার হাট,
পরকালের ফসল চাষের
মস্ত বড় মাঠ।


যাহা কিনবে এই হাটেতে
আর ফলাবে মাঠে,
তাহা নিয়েই দিবে পাড়ি
চিরস্থায়ী ঘাটে।


সাড়ে তিন হাত মাটির ঘরে
থাকবে তুমি একা,
যাদের সঙ্গে মিশছো তারা
কেউ দিবেনা দেখা।।
______________________
লেখা-০৭ মে,২০১৮ ইং
★★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর পত্রিকায় প্রকাশ হয়েছে ১৩ মে,২০১৮ তারিখ,রবিবার।