কয়লা যখন হাওয়া
---রেজাউল রেজা---
==================
অচীনপুরের দৈত্য এসে
কয়লাতে ফুঁ দিল,
কয়লা খনির কয়লা গুলো
হাওয়া হয়ে গেল!


সেই হাওয়াতে চারিদিকে
ঠাণ্ডা নেমে এলো,
অধিক হাওয়ায় মানুষ গুলো
হাওয়াই বাঁশটা খেলো।


তাইতো এখন বারে বারে
কারেন্ট চলে যায়,
পরিবেশ তো ঠাণ্ডাই আছে
ভোল্টেজও কম দেয়।
--------------------------
কবিতাটি যেসব পত্রিকায় প্রকাশ হয়েছে-
১।দৈনিক গণ আলো-২৫/০৭/১৮
২।অনাবিল সংবাদ-২৫/০৭/১৮
৩।আলোকিত দেশ-২৫/০৭/১৮
৪।দৈনিক আলো-২৬/০৭/১৮
৫।দৈনিক হাওয়া-২৭/০৭/১৮
৬।হৃদয়ে ডোমার-২৭/০৭/১৮
৭।মাসিক কুয়াশা-আগষ্ট,১৮