কৃষকের ভাবনা
___রেজাউল রেজা___
____________________
ক্ষেতের কোণে দাঁড়িয়ে কৃষক
দেখে সোনার ধান,
কষ্টের ফল হয়েছে ভালই
আল্লাহ-খোদার দান।


চৈত্র মাসে কৃষক হাসে
সোনার ফসল দেখে,
নতুন ধান তুলবে ঘরে
বুকে আশা মেখে।


নতুন ধানে নবান হবে
জবাই হবে হাঁস,
চিকন চালে রান্না হবে
সুগন্ধী সব পায়েশ।


ধান বেঁচিয়া কিনবে কাপড়
দাড়া-পরিবারের তরে,
নতুন খাট আনবে এবার
ছোট্ট থাকার ঘরে।


খোদার প্রতি তুষ্ট কৃষক
করছে নানান হিসাব,
ফসলের যাকাত দিবেন তিনি
পরিমাণে হলে নিসাব।।
___________________
লেখা-০১ এপ্রিল,২০১৮


★★কবিতাটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশ হয়-১৯/০৫/১৮ তারিখ, শনিবার।