মানব সেবা
-----রেজাউল রেজা--------
______________________
নিপুন হাতে গড়লেন প্রভু
তারই সেবার তরে,
তাইতো তারে স্মরণ করি
ভক্তি-শ্রদ্ধা ভরে।


প্রভুর সেবা করি আমি
মানব সেবা দিয়ে,
হিন্দু-মুসলিম ধনী- গরীব
এসব ভুলে গিয়ে।


মানুষ তো ভাই মানুষের তরে
জাতে কি আসে যায়?
হিন্দু-মুসলিম লেখা কি থাকে
কোন মানুষের গায়?


সৃষ্টির সেবা করলে তবে
খুশি হবেন স্রষ্টা,
তিনিই হলেন এই জগতে
সকল কিছুর দ্রষ্টা।


আসুন সবাই বিভেদ ভুলে
মানব সেবা করি,
সেবার দ্বারা স্বর্গমাঝে
নিজের আবাস গড়ি।
___________________
লেখা-২৩ এপ্রিল,২০১৮