মানুষরূপী পশু
---রেজাউল রেজা
================
মানুষ নামের কিছু পশু
রয়েছে তো সবখানে,
সেই পশুরাই ক্ষণে ক্ষণে
মানবতায় আঘাত হানে।
তাই বলে কি শিক্ষাগুরুর
এমন হওয়া শোভা পায়!
জাতি যে ভাই তাদের কাছে
অনেক ভালো কিছু চায়।
শিক্ষকরাই শিক্ষাগুরু
এটাই সবাই জানি,
তবে কেন তাদের দ্বারা
ছাত্রীর শ্লীলতাহানি?
রক্ষক যদি ভক্ষক হয়
জাতি কোথায় যাবে!
কার কাছে ভরসার ছায়া
খুঁজে তারা পাবে?
কুলাঙ্গার ঐ শিক্ষকদের
ধিক্কার জানাই আজ,
আর কখনও করেনা যেন
এমন ঘৃণ্য কাজ।।
-----------------------------------
লেখা-১৫ মে,২০১৮
★★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ সংসদ আয়োজিত প্রতিদিনের ছন্দমিলকরণ প্রতিযোগিতায় সেরা কবিতার সম্মাননা লাভ করে ১৫ মে,২০১৮ তারিখ,মঙ্গলবার।