অনাথ শিশুর কষ্ট
**রেজাউল রেজা**
================
যখন আমি অবুঝ ছিলাম
তখনই গেছে বাবা,
দুধ পান করা না ছাড়তেই
মা কে দিল থাবা!


বাবাকে নিলো কালাজ্বরে
মা কে গুটি বসন্ত,
মা-বাবা কে হারিয়ে আমি
মরেও আছি জ্যান্ত।


মা-বাবার অভাবে আমার
'পথশিশু' হয়েছে নাম,
হেথায় সেথায় ঘুরে বেড়াই
মানুষ বলে পাইনা দাম।


দু-মুঠো ভাত পুড়তে মুখে
খাই যে সবার লাথি,
অনাথ শিশু বলে আমার
কেউ হয়না সাথী।


হৃদয় জুড়ে কষ্ট শুধু
অশ্রু সজল আঁখি,
ছোট্ট বুকে কষ্ট এতো
কেমন করে রাখি?
__________________
লেখা-০৭/০৬/২০১৮
সকাল-৮:৩৮