অন্তর জ্বালা
----রেজাউল রেজা----
__________________
চলে গেল অভিমানী
এলোনা তো ফিরে,
হয়ত সুখে আছে সে
তাঁর আপন নীড়ে।


আকাশ-বাতাস সাক্ষী সবই
সাক্ষী মনষার পাতা,
কতনা আপন ছিলাম তাঁর
কতনা স্মৃতি গাঁথা।


আজও কেঁদে চলে মোর হিয়া
দীপালীর তরে,
একা একা পড়ে আছি আমি
কতটা বছর ধরে!


আজও প্রহর গুনছি
দিপালী আসবে বলে,
নিমগ্ন প্রণয়ীর কাব্যে
মনষা বৃক্ষের তলে।


কখনও কি হবেনা শেষ
অপেক্ষার পালা?
সে কি আসবেনা ফিরে
মুছতে অন্তর জ্বালা?
_____________________
লেখা-১৭ এপ্রিল,২০১৮