সাধুর ছল
---রেজাউল রেজা---
____________________
সুফি-দরবেশ ভাব ধরিয়া
কাড়ো লোকের সরল মন,
সেই সুযোগে হাতিয়ে নাও
অন্যায়ভাবে পরের ধন।


শকুন হয়ে ভক্ষণ করো
দ্বীন দুঃখীদের কষ্টের ফল,
মুখোশ পরে সাঁইকে খোঁজো
দু'চোখ বুজে সাধুর ছল।


সুন্দর আমের ভিতরে ঘুন
বাহির থেকে যায়না বোঝা,
ভিতরে তোমার কুটিল প্যাঁচ
দেখতে তুমি সরল-সোজা।


সময় থাকতে ছল-ছাতুরী
বাদ দিয়ে হও ভালো,
নয়ত তোমার জীবন জুড়ে
নামবে আঁধার কালো।


পরের ধনে সুখ খুঁজোনা
তা হবে তোমার বোকামী,
উপর থেকে দেখছেন সবই
দ্বীন-দুনিয়া,জগৎ স্বামী।
______________________
লেখা-০৩ মে,২০১৮ ইং