শেয়াল ও বেজির ঝগড়া
---রেজাউল রেজা---
==============
বেজি মশাই করবে ডিনার
উত্তর পাড়া যাবে,
নাল্টু চাচার জোয়ান মুরগী
মজা করে খাবে।


সেথায় গিয়ে দেখল বেজি
ফন্দি করছে শেয়াল,
কেমনে খাবে মুরগীটা সে
চারিদিকে দেয়াল!


তেল-বেগুনে জ্বলছে বেজি
মুরগী খাবে সে,
এই এলাকার মাস্তানী তার
শেয়াল আবার কে!


বুক উঁচিয়ে বলল বেজি
এইখানে কি খুঁজো,
এলাকাটা আমার শেয়াল
ভালো করে বুঝ।


এতবড় সাহস তোমার
আমায় দেখাও ডর!
কানের নিচে বসায় দিব
তের কেজির চর।


কি বললি! বলতো আর একবার!
বডির সাথে থাকবেনা তোর ঘার।
কি করবি,বললে আবার?
এমন ঝাড়ি অন্য কোথাও মার।।
...............................................
লেখা-১৯/০৭/১৮
★★ছড়াটি অনাবিল সংবাদ পত্রিকায় প্রকাশ হয়-১৯ জুলাই,১৮ তারিখ
এবং দৈনিক হাওয়া পত্রিকায় প্রকাশ হয়-২০ জুলাই,১৮ তারিখ।।
★★দৈনিক যুগের আলো-০২/০৮/১৮