শিয়াল পণ্ডিতের বিয়ে
----রেজাউল রেজা---
______________________
শিয়াল পণ্ডিত বিয়ে করবে
ঘটক সিংহ মামা,
বাবুই পাখি সেলাই করে
দিল নতুন জামা।


বন শালিকে ভানলো ধান
রাখল না তো কুড়ো,
বিড়াল মাসি নিয়ে এলো
রুই-কাতলার মুড়ো।


বাকুম বাকুম গান ধরেছে
পায়রা ভাবীর দল,
আজ শিয়ালের গায়ে হলুদ
ঢালবে সবাই জল।


বর সাজাতে মহিষ এলো
হরিণ এলো সাথে,
আরও এলো বুনো গরু
পাগড়ি নিয়ে হাতে।


মহা ধুমধামে পণ্ডিতজীর
বিয়ে হয়ে গেল,
অবশেষে বুড়ো শিয়াল
সঙ্গী খুঁজে পেল।
___________________
লেখা-০৮ এপ্রিল,২০১৮
★ছড়াটি দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয় ১২ এপ্রিল,২০১৮ বৃহস্পতি বার।