শ্রমিকের কষ্ট
---রেজাউল রেজা---
================
শ্রম দিয়ে জীবন চালাই
হালাল রুজি খাই,
তারপরও যে,কারো কাছে
মূল্য নাহি পাই।
মানুষ মোরে ভাবেনা কেউ
আমি যে শ্রমিক,
নিত্য সহি গালা গালি
কত শত ধিক।
ঝড়-তুফানে,প্রখর রোদে
খাটি নিরবধি,
তারপরও যে গালি শুনি
ভুল হয়ে যায় যদি।
গরীব বলে দাম দেয়না
কেমন তাদের হুশ?
শ্রমিক হলেও,আমিও তো
তাদের মতই মানুষ।
শ্রমের কষ্ট বুঝলে তারা
মূল্য দিত মোদের,
অন্য চোখে দেখতনা আর
কষ্ট হত ওদের।।
______________________
লেখা-০৮/০৫/২০১৮ ইং
★★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যাণ সংসদ আয়োজিত প্রতিদিনের ছন্দমিলকরণ প্রতিযোগিতায় সেরা কবিতার মর্যাদা লাভ করে।।