শ্রমিকের কথা
---রেজাউল রেজা---
_____________________
তপ্ত রোদে পুড়ে যায় দেহ
কপাল বেয়ে ঝরে ঘাম,
হস্তদ্বয়ে কিণাঙ্কের দাগ
শ্রমজীবী ওদের নাম।


ওরা শ্রমিক,ওরা কুলি
ওরা দিনমজুরের দল
অবৈধ নয়,বৈধ খায়
খাটিয়ে দেহ বল।


ওরা শ্রমিক,ওরা কৃষক
সোনার ফসল ফলায়,
ওরা রিক্সা-ভ্যানওয়ালা,
প্যাডেল মেরে করে আয়।


কাজের একটু ব্যত্যয় হলে
সহ্য করে অপমান,
কখনও বা মালিকের হাতে
হারায় স্বীয় প্রাণ।


আজি এই দিবসে শ্রদ্ধা জানাই
শ্রমজীবী মানুষের তরে,
সামান্য টাকার বিনিময়ে যারা
অন্যের কাজ করে।
_________________________
লেখা-০১ মে,২০১৮ ইং