তাদের তরে
---রেজাউল রেজা---
______________________
______________________
মুক্তির তরে ঘর ছেড়েছিল
করেছিল রক্তস্নান,
স্বাধীনতা এনে দিয়েছে
দিয়েছে স্বীয় প্রাণ।


ভুলিনি মোরা,ভুলবনা-
তাদের অবদান,
তারাতো ছিল মোদের তরে
খোদার বিশেষ দান।


দারা-পরিবার সব ছেড়ে যারা
বাঁচালো দেশের মান,
বাংলা মায়ের গর্ব তারা
করি তাদের সম্মান।


যাদের প্রাণের বিনিময়ে
স্বাধীনতা পেলাম,
এই দিবসে তাদের তরে
শ্রদ্ধা রেখে গেলাম।


হৃদয় ভরে দোয়া করি
শান্তিতে যেন থাকে,
এহেন ত্যাগের বিনিময়ে রব
স্বর্গতে যেন রাখে।।
_______________
লেখা-২৬মার্চ,২০১৮
★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক "যুগের আলো"পত্রিকায় প্রকাশ হয় ০২ এপ্রিল,২০১৮ তারিখ রোজ-সোমবার।